আরো ১১০ কোটি ডলার পাকিস্তানকে দিতে যাচ্ছে আইএমএফ

আরো ১১০ কোটি ডলার পাকিস্তানকে দিতে যাচ্ছে আইএমএফ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: পাকিস্তানকে আরো ১১০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ইতোমধ্যে পাকিস্তান ও আইএমএফের কর্মকর্তা পর্যায়ে এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। আইএমএফের বোর্ড বৈঠকে সবুজ সংকেত পাওয়া গেলেই ঋণের অর্থ সরবরাহ শুরু হবে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএমএফের সদর দপ্তর।

বৃহস্পতিবার আইএমএফের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ সফরে গিয়েছিল। সেখানে ৫ দিন অবস্থান করে দেশটির অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন তথ্য যাচাই শেষে মঙ্গলবার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে হয় আইএমএফ প্রতিনিধি দলের। সেই বৈঠকে স্বাক্ষরিত হয় চুক্তিটি।

আইএমএফ এক বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তানের স্থিতিশীলতা কর্মসূচির দ্বিতীয় এবং চূড়ান্ত পর্যালোচনার বিষয়ে আইএমএফ দল পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে।

সেখানে আরো বলা হয় ‘এখন চুক্তিটি আইএমএফের নির্বাহী বোর্ডের অনুমোদন পেলেই কার্যকর হবে।’
বর্তমানে অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান। ২০২১ সাল থেকে অর্থনৈতিক সংকট শুরু হয় পাকিস্তানে। এক সময়ে ডলারের মজুদ তলানিতে গিয়ে ঠেকে।

এই পরিস্থিতিতে ২০২২ সালে আইএমএফের কাছে ৩০০ কোটি ডলার জরুরি ঋণের জন্য আবেদন করে পাকিস্তানের সরকার। সেই আবেদনের পর যাচাই শেষে গত বছর গ্রীষ্মে দেশটিকে কিস্তির ভিত্তিতে ঋণ দিতে সম্মত হয় আইএমএফ। সেই পর্বেরই শেষ কিস্তি এই ১১০ ডলার।

সূত্র: রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *