পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বছরের আলিম পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সূচি অনুসারে আলিম পরীক্ষা শুরু হবে আগামী ২ ডিসেম্বর। পরীক্ষা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। আজ রোববার (৩ অক্টোবর) পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদ্রারাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন জানান, দেশে যেহেতু করোনার মহামারি এখনো অব্যাহত আছে সেহেতু যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদেরকে আসন গ্রহণ করতে হবে পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে।
প্রকাশিত সূচিতে দেখা যায়, আলিম পরীক্ষা শুরুর দিন কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রথম অংশে বহুনির্বাচনী পরীক্ষা হবে। পরের অংশে নেওয়া হবে লিখিত পরীক্ষা। দুই অংশে পরীক্ষা হলেও এর মধ্যে কোনো বিরতি থাকবে না।
প্রসঙ্গত, এর আগে গত ২৩ সেপ্টেম্বর চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। এর পর গত ২৭ সেপ্টেম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলো বাদ দিয়ে শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।