পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, একজন আলেম কী চায় সাধারণ মানুষ বুঝে না আর একজন সাধারণ মানুষ কী চায় সে সম্পর্কেও আলেমগণ বেখবর। তিনি বলেন, সাধারণ মানুষ যদি আলেমের কাছে না আসে সহি ইসলাম কোথাও খুঁজে পাবে না। বিশুদ্ধ ইসলামকে জানতে, জীবনকে রাঙাতে আলেম উলামার কাছে সাধারণ মানুষকে আসতে হবে। আলেম উলামাকেও উচিত সাধারণ মানুষের চাহিদা পূরণে ভূমিকা পালন করা।
কোনটা জিহাদ আর কোনটা সন্ত্রাস- এটা আলেমগণ নির্ণয় করতে পারেন উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, জিহাদের সংজ্ঞা জানেন আলেমগণ। সন্ত্রাসকে কখনোই আলেমগণ উৎসাহিত করেন না।
আলেমদের কাছ থেকে সাধারণ মানুষকে দূরে সরানোটা ইংরেজদের চক্রান্ত দাবি করে আল্লামা মাসঊদ বলেন, ইংরেজরাও আলেমদের কাছ থেকে সাধারণ মানুষকে দূরি সরানোর চক্রান্ত করেছে। আজকের জঙ্গিরাও তা-ই করছে।
এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান আল্লামা মসঊদ।
২৫ এপ্রিল বুধবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম মাঠে পঞ্চগড় তাওহিদী জনতার উদ্যােগে আয়োজিত মহাসম্মেলনের প্রধান মেহমানের আলোচনায় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
মহাসম্মেলনে প্রধান আলোচক ছিলেন একসেস টু ইনফরমেশনের সাবেক জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ গোলাম মোস্তফা। এ ছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা হোসাইন আহমদ, মাওলনা আবদুর রহীম কাসেমী, মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, মাওলানা আইয়ুব আনসারী প্রমুখ।