পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে আলেম মুক্তিযোদ্ধা মাওলানা কাবিরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে ‘আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম’।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর পশ্চিম রামপুরার জামিয়া কাসিমিয়া দারুল উলুম মাদরাসা মিলনয়তনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি মাওলানা সদরুদ্দীন মাকনুন। সভাপতিত্ব করেন জামিয়া কাসিমিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফারুক হুসাইন।
আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মাওলানা কাবিরুল ইসলাম। যিনি বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোই লক্ষ্য বানিয়ে নিয়েছেন। যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করতে পারে।
মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবময় দিন। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী-সন্তানহারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ৯ মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয়।
তিনি বলেন, মাদরাসা শিক্ষার্থীরা যাতে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেমের অনুপ্রেরণা নিয়ে বড় হয়, সেজন্য ‘আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম’ এসব অনুষ্ঠানের আয়োজন করে থাকে। যাতে তারা আমাদের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস জানতে পারে। তাছাড়া ইতিহাস দেখলে অনেক আলেমকেই পাওয়া যায়, যারা স্বাধীনতার পক্ষে কাজ করেছেন। এমনই একজন আলেম মাওলানা কাবিরুল ইসলাম। যাকে আমারা আজ সংবর্ধনা দিলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামিয়া কাসিমিয়া দারুল উলুম মাদরাসা শিক্ষক মুফতি মুহাম্মাদ আব্দুল্লাহ, মুফতি নাজমুল হাসান, ইকরা বাংলাদেশ হেফজ শাখার প্রধান হাফিজ মুতাহারুল হক চৌধুরী, মাওলানা কাওসার আহমেদ, মাওলানা মিকদাদ মাবরুর চৌধুরী প্রমুখ।