আল্লামা শফিকে নিয়ে গুজব ছড়াবেন না
গুজব ছড়ানো মহাপাপ
আমিনুল ইসলাম কাসেমী :: আল্লামা আহমাদ শফি দামাত বারাকাতুহুম সুস্হ আছেন। আলহামদুলিল্লাহ। আমাদের ছারে তাজ মুরুব্বী, লক্ষ- কোটি জনতার প্রাণের স্পন্দন, আলেমকুল শিরোমণি, ওলীয়ে কামেল আল্লামা আহমাদ শফি সাহেব সুস্থ আছেন।
মহান আল্লাহর কাছে প্রাণ খুলে দুআ করি, আল্লাহ তাঁকে হায়াতে তাইয়্যেবা দান করুন, তাঁর ছায়াকে আরো দীর্ঘ করুন। আমিন।
বড় পরিতাপের বিষয়, বেশ কয়েক বছর ধরে দেখে আসছি, একটি চক্র খুবই শয়তানী-বাঁদরামী করে যাচ্ছে। যখনই আল্লামা আহমাদ শফি সাহেব অসুস্থ হয়ে হসপিটালে যান, তখনই তারা অনলাইনে হুজুরের মৃত্যর খবর প্রচার শুরু করে দেয়। আছতাগফিরুল্লাহ।
কি ফায়দা তাদের বুঝি না। একজন আল্লাহর ওলী সম্পর্কে মিথ্যা বানায়োট খবর প্রচার, নিঃসন্দেহে সেটা ঘৃন্যতম কাজ। তারপরেও যে সব আইডি থেকে প্রচার দেখা যায়, একদম সেই মডারেট ইসলামের দাবীদার।
কিন্তু এভাবে গুজব ছড়িয়ে কি কোন লাভ হবে কোন দিন? মানুষের কাছে প্রিয় হতে পারবে তারা?
আফসোস!! এধরনের জঘন্যতম কাজ তারা কিভাবে করে? একদম জীবিত আল্লাহ ওয়ালা মানুষকে কিভাবে তার মৃত্যুর সংবাদের গুজব ছড়ায়।
তাদের এ সব গুজব ছড়ানোর দ্বারা প্রতীয়মান হয়, এই দেশে বিভিন্ন সময় যে গুজবের ডাল- পালা গজায়, এটা তাদেরই কারসাজি। ওসব গুজব রটনাকারীদের বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা ভাল হন। আর গুজব ছড়াবেন না। কেননা, গুজব ছড়ানো মহাপাপ। আল্লাহ সকলকে হেদায়েত করেন। আমিন।
লেখক : ফাজেলে দারুল উলূম দেওবন্দ