৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

‘আল্লাহ যেন আমাকে নতুন জীবন দিয়েছেন’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত আজমারিন গ্রামে বসবাস ওসামা আব্দুল হামিদের। সোমবার ভোরের ভূমিকম্পের সময় কোনোমতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হয়ে বেঁচে গেছেন তারা।

ইদবিলের পশ্চিমে দারকুশ শহরের একটি হাসপাতালে ভূমিকম্পের ভয়াবহতার কথা বলছিলেন আব্দুল হামিদ। মার্কিন বার্তা সংস্থা এপিকে তিনি বলেছেন, অ্যাপার্টমেন্টে তিনি ও তার পরিবার ঘুমে ছিল। হঠাৎ করে শক্তিশালী কম্পনে তাদের ঘুম ভেঙে যায়।

তিনি বলেন, আমরা অ্যাপার্টমেন্ট থেকে বের হতে দৌড় দেই। কিন্তু ভবনের দরজায় পৌঁছার আগেই পুরো ভবন আমাদের ওপর ধসে পড়ে। একটি কাঠের দরজা তাদের ঢাল হয়ে রক্ষা করে। সবাই জীবিত বের হতে পারি।

আব্দুল হামিদ, তার স্ত্রী ও তিন সন্তান মাথায় আঘাত পেয়েছেন। তবে তাদের সবার অবস্থা স্থিতিশীল। কান্না জড়ানো কণ্ঠে তিনি বলেন, ভবনটি ছিল চার তলা। তিন তালার কেউ জীবিত নেই। আল্লাহ যেন আমাকে নতুন জীবন দিয়েছেন।

  • সূত্র: আল জাজিরা

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com