১০ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১১ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন যুক্তরাষ্ট্র আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরিকে হত্যা করার দাবি করেছে। তাকে আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় বলে সম্প্রতি জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে এই হত্যার প্রমাণ পায়নি বলে জানিয়েছে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান। এ নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
বৃহস্পতিবার ( ৪ আগস্ট) তালেবানের এক কর্মকর্তা এমনটি জানান।
তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন কাতারে সাংবাদিকদের বলেন, যা দাবি করা হচ্ছে এর প্রমাণ পায়নি সরকার। তদন্ত চলছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, রোববার ( ৩১ আগস্ট) যখন আমেরিকার ড্রোন থেকে দুটি মিসাইল হামলা চালানো হয় তখন জাওয়াহির একটি সেফ হাইজের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন।
তখন পরিবারের অন্যান্য সদস্যরাও সে বাড়িতে উপস্থিত ছিলেন। কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি।
২০১১ সালে পাকিস্তানে মার্কিন এক অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার পর আয়মান আল-জাওয়াহিরি আল-কায়েদার নেতৃত্ব নেন।
অনেকে মনে করেন আয়মান আল-জাওয়াহিরিই ছিলেন ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকায় হামলার মূল রূপকার।
সূত্র: এনডিটিভি