১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

আশুলিয়ায় জুতা কারখানার আগুনে তিনজনের মৃত্যু

ফাইল ছবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আশুলিয়ায় একটি টিনশেড জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শিকদার এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে নিহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বৈদ্য মল্লির বেপারী মার্কেট এলাকার ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও জোন কমান্ডারের একটি ইউনিট যোগ দেয়। সাতটি ইউনিটের আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com