পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগত রমজান মাসকে একমাত্র আল্লাহ তাআলার জন্যই উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, রমজানের আমাদের সন্নিকটে। আর কয়টা দিন পরই রমজান উপস্থিত হবে। আমাদেরকে এখন থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। এই রমজানটা কীভাবে ইবাদাত-বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করা যায় —এর পরিকল্পনা করতে হবে। সারা বছর আমরা আয় রোজগার করি, আসুন এই একটা মাসকে আমরা আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করি। এই রমজানে আল্লাহর সাথে সময় ব্যয় করি।
শুক্রবার (২৫ মার্চ) জামিআ ইকরা বাংলাদেশ সংলগ্ন হাজীপাড়া ঝিল মসজিদে জুমার বয়ানে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, রমজানের একটি মুহুর্ত শবে বরাতে সারারাত ইবাদাত করার চেয়ে উত্তম। তেমনিভাবে রমজান মাসের শুক্রবার রমজানের অন্যান্য দিনের চেয়ে উত্তম। আর জুমাতুল বিদা (রমজানের শেষ শুক্রবার) রমজানের অন্যান্য শুক্রবারের চেয়ে উত্তম। তাই এখন থেকেই দৃড় সংকল্প করি রমজানের একটা মুহুর্তও যেন গাফেলতি-উদাসীনতায় না কাটে। আল্লাহওয়ালারা রমজানের একটা মুহুর্তও নষ্ট করেন না। তাঁরা রমজানের প্রতিটা মুহুর্ত আল্লাহ তাআলার ইবাদাতে, তাঁর ধ্যানে কাটান।
রমজান মাসের আমলগুলো পালণের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার তাগিদ দিয়ে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, রমজানের যে আমলগুলো আছে, রমজানের যে ইবাদাতগুলো আছে, সেগুলো পালণ করতে এখন থেকেই আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই। রমজানের একটা ফরজ রোজাও যেন কাযা না হয়। তারাবী নামাজ যেন বাদ না যায়। বেশি বেশি কুরআন তেলাওয়াত করবো। কয়েকবার কুরআন খতম করতে চেষ্টা করবো। রমজানে কোনো গুনাহের কাজ করবো না। নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁঁচে থাকবো।
আল্লামা মাসঊদ আরও বলেন, রমজান মাসে রোজা রাখলে এবং তারাবীসহ অন্যান্য ইবাদাত করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার প্রতি রহমত নাযিল করেন, বান্দার মাগফিরাতের ফায়সালা করেন, শেষে তাকে জাহান্নাম থেকে নাজাত দেন। সুতরাং এই রমজানে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদাত-বন্দেগী করে আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত ও নাজাত লাভ করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের বারাকাত লাভ করার তাওফিক দান করুন।