২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে শাবান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার সফল মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর কবর জেয়ারত করেন শায়খুল ইসলাম আল্লামা সাইয়েদ হোসাইন আহমদ মাদানী রহ.এর সুযোগ্য সাহেবজাদা, ভারতের দারুল উলূম দেওবন্দ এর সদরুল মুদাররিসিন, জমিয়তে উলামায়ে হিন্দ-এর সভাপতি ও আমিরুল হিন্দ আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি।
আজ শুক্রবার (১৮ নভেম্বর) বেলায় ২.১৫ মিনিটে হজরত মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী কলকাতা হতে বিমানযোগে চট্টগ্রাম এসে পৌঁছলে তাঁকে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে রিসিভ করেন মাওলানা আনাস মাদানী।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আহসান হাবীব, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আশরাফ আলী কাসেমী, মাওলানা শফিকুল ইসলাম, হাজী এনাম প্রমুখ।