আহ্বান ও শ্রেষ্ঠ নবী

আহ্বান ও শ্রেষ্ঠ নবী

আবু তালহা রায়হান-এর দু’টি ছড়া

আহ্বান

কুরআন পড়ো জীবন গড়ো
নবীর সুন্নাহ মতে
হজ যাকাত সব আদায় করে
চলো সঠিক পথে।

নামায পড়ো রোযা রাখো
তাসবি জপো প্রভুর
শেষ ঠিকানা ঐ কবরে
হও না চালাক চতুর।

মা বাবারই খেদমত করো
নাজাত পাবে তবে
ধনী গরীব নেই ভেদাভেদ
মিলেমিশে সবে।

এর ওর টাকা মেরে খেয়ে
হও যদি ভাই ধনী
মাটির ঘরে একলা যাবে
হোক না মালের খনি।

গাড়ি বাড়ি, সোনারুপা
দিবে না তো মুক্তি
জাহান্নামে কঠিন আগুন
থাকবে না প্রযুক্তি।

সময় থাকতে ঠিক হয়ে যাই
মরণ আসবে কবে
এমন ভাবে জীবন গড়ি
মরলে কাঁদে ভবে।

শ্রেষ্ঠ নবী

প্রভুর প্রিয় হাবিব তুমি
রাসূল মুহাম্মাদ
তোমার প্রেমে বিশ্ববাসী
হয়েছে উন্মাদ।

ধরার বুকে তোমার গমন
শান্তিবার্তা নিয়ে
তাওহিদেরই দাওয়াত দিতে
স্নেহ-প্রীতি দিয়ে।

সত্য-ন্যায়ের প্রতীক ছিলে
নির্ভীক ছিলে তুমি
তোমার জন্য ধন্য জাহান
ধন্য মরুর ভূমি।

তোমায় নিয়ে কাব্য লিখে
হবে না তো শেষ
লক্ষগুণের অধিকারী
তুমি ছিলে বেশ।

ছোট-বড়, ধনী-গরীব
তোমার কাছে সমান
দু’জাহানের বাদশাহ তুমি
শ্রেষ্ঠ নবী মহান।

[সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *