২৬শে ফেব্রুয়ারি, ২০২১ ইং , ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ , ১৩ই রজব, ১৪৪২ হিজরী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য, উন্নয়ন সহযোগিতাসহ প্রথাগত অংশীদারিত্বের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। একইসঙ্গে ইইউ জলবায়ু পরিবর্তন, অভিবাসন, মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আরও বেশি কাজ করতে আগ্রহী।
সেখানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ গতকাল ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চালর্স মাইকেলের কাছে তার পরিচয়পত্র পেশের সময় উভয়পক্ষের মধ্যে মতবিনিময় হয়। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের জন্য ইইউ সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান মাইকেল চালর্স।
২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে চালর্স বলেন, ‘জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা।’
রাষ্ট্রদূত সালেহ প্রেসিডেন্ট চালর্সকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।