২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

ইউক্রেনকে প্রথম যুদ্ধবিমান দিচ্ছে পোল্যান্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রথম দেশ হিসেবে পোল্যান্ড ইউক্রেনকে চারটি সোভিয়েত যুগের মিগ ফাইটার জেট পাঠাবে। এর মধ্যে দিয়ে রুশ আক্রমণের পোল্যান্ড হলো প্রেথম ন্যাটো দেশ, যারা প্রথম ইউক্রেনকে বিমান পাঠালো।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই বিমান পাঠানো হবে। ইউক্রেনকে তারা চারটি মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পোল্যান্ড হচ্ছে ন্যাটোর সদস্য। রাশিয়াকে প্রতিহত করার ক্ষেত্রে দেশটির এমন পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে এসব যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। যুদ্ধবিমানগুলো সাবেক জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক থেকে পেয়েছিল পোল্যান্ড।

দুদা বলেন, যুদ্ধবিমানগুলো এখনো পোলিশ আকাশ প্রতিরক্ষায় ব্যবহার করা হচ্ছে। সিদ্ধান্তটি উচ্চ পর্যায় থেকে এসেছে বলেও জানান তিনি। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই ন্যাটো জোটভুক্ত দেশগুলোর কাছে যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে কিয়েভ। পরিকল্পনা অনুযায়ী পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করলে তা হবে ন্যাটো জোটভুক্ত কোনো দেশের এ ধরনের প্রথম পদক্ষেপ।

ন্যাটো জোটভুক্ত অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে অবশ্য কিছু বলেননি প্রেসিডেন্ট দুদা।

  • সূত্র: সিএনএন

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com