ইউক্রেনীয় শতাধিক বন্দিকে মুক্তি দিল রাশিয়া

ইউক্রেনীয় শতাধিক বন্দিকে মুক্তি দিল রাশিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বন্দি বিনিময়ের আওতায় বাখমুত থেকে ১০৬ জন ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার তাদের মুক্তি দেয়া হয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে আট কর্মকর্তা রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরের প্রধান আন্দ্রিয়ে ইয়ারমাকের বরাত রয়টার্সে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে, বাখমুতের পূর্বাঞ্চলীয় শহরে বিধ্বংসী লড়াইয়ের এসব সৈন্যদের বন্দি করে রাশিয়া। দেশটির দাবি, ওই অঞ্চল এখন তাদের দখলে। যদিও কিয়েভ বাহিনী বলেছে, সেখানের অল্প কিছু অঞ্চল এখনও তাদের দখলে আছে।

ইউক্রেন প্রেসিডেন্ট দপ্তরের প্রধান আন্দ্রিয়ে ইয়ারমাক মুক্তিপ্রাপ্তদের বিষয়ে বলেছেন, তাদের প্রত্যেকে আমাদের দেশের নায়ক (হিরো)। তাদের মধ্যে অনেকে নিখোঁজ ছিল বলে মনে করা হয়েছিল। যাদের স্বজনেরা এতদিন কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন।

এই বন্দি বিনিময়ে রাশিয়া কতজনকে ফেরত পেয়েছে তা জানা যায়নি।

ইউক্রেনের সামরিক গোয়েন্দারা বলেছে, দুই হাজার ৪৩০ ইউক্রেনীয়কে বন্দি বিনিময়ে মুক্ত করা হয়েছে, যার মধ্যে ১৩৯ জন বেসামরিকও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *