৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ইউক্রেনের একটি শহরে রুশ হামলায় নিহত ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পূর্ব ইউক্রেনের শহর কোস্তিয়ানতিনিভকার একটি আবাসিক এলাকায় রুশ বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

শনিবার পূর্ব ইউক্রেনের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

পাভলো কিরিলেঙ্কো বলেন, শুক্রবার রুশ হামলায় চারটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে উদ্ধারকর্মীরা কাজ করছেন।

পুলিশ জানিয়েছে, রুশ দখলদারীদের দ্বারা আরেকটি অপরাধ সাবধানতার সঙ্গে নথিভুক্ত করার জন্য ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

এর আগে কিরিলেঙ্কো বলেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার হামলায় চারজন নিহত এবং কমপক্ষে দুইজন আহত হয়েছেন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com