২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। তবে, মস্কো বলছে, ইউক্রেনের হামলায় তাদের ৬৩ জন সেনা নিহত হয়েছেন।
সোমবার (৩ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই স্বীকারোক্তি দেওয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। হয়। তবে, মস্কোর তরফে এমন স্বীকারোক্তির ঘটনা বিরল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডনেস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশের মাকিভকা শহরে রুশ সেনাদের অস্থায়ী বাসস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেনাদের প্রাণহানির ঘটনা ঘটে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, একটি অস্থায়ী স্থাপনায় উচ্চ বিস্ফোরক ওয়ারহেডসহ চারটি ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ রুশ সেনা নিহত হয়েছে। মৃত সেনাসদস্যদের স্বজন ও প্রিয়জনদের যাবতীয় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তবে, সরকারিভাবে ৬৩ জনের কথা বলা হলেও রুশ সামরিক ব্লগাররা বলছেন, এ ঘটনায় নিহত সেনার সংখ্যা কয়েকশ পর্যন্ত হতে পারে।
এর আগে, ডনেস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অন্তত ৪০০ রুশ সেনাকে হত্যার দাবি করে ইউক্রেন। ইংরেজি নতুন বছরের প্রথম দিনটিতে মধ্যরাতে চালানো ওই হামলায় আরও ৩০০ রুশ সেনা আহত হয়েছে বলেও দাবি করেছে কিয়েভ।