২৫শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনে চলমান সংঘাতে এখন পর্যন্ত ২৩ হাজার ৩৬৭ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এমন দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী।
রবিবার (১৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানে শুরু করে রাশিয়া। তাদের অব্যাহত হামলায় ইউক্রেনের সেনাবাহিনী অপূরণীয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানায় রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, “শুধু মারিউপোলেই ৪ হাজারের বেশি সেনা হতাহত হয়েছে।” তার দাবি, মারিপোউলের এক হাজার ৪৬৪ ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেছেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
সুইডেন-ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে বাল্টিকে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শুক্রবার সিএনএনকে বলেছেন, রাশিয়ার সঙ্গে সাত সপ্তাহের যুদ্ধে তার দেশের আড়াই থেকে ৩ হাজার সেনা নিহত হয়েছে।
এছাড়া রাশিয়ার ১৯ হাজার থেকে ২০ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেন জেলেনস্কি।
এদিকে রুশ মুখপাত্র ইগোর কোনাশেনকভার তথ্যমতে, ওদেশা এলাকায় ইউক্রেনের একটি সামিরক কার্গো বিমান গুলি করে ভূপাতিত করেছে রুশ বাহিনী। যেটি ইউক্রেনের জন্য পশ্চিমাদের পাঠানো বড় একটি সামরিক চালান ছিল। তবে বিষয়টি কিয়েভের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি।