ইউক্রেনে অভিযান থামাতে বললো আইসিজে

ইউক্রেনে অভিযান থামাতে বললো আইসিজে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান থামাতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দ্য হেগে জাতিসংঘের এ আদালত বলছে, যুদ্ধের ন্যায্যতা প্রশ্নে ক্রেমলিন যেসব যুক্তি দেখিয়েছে, সেগুলোর প্রমান তারা পাননি।

আগ্রাসন চালানোর আগে রাশিয়া দাবি করেছিল, ইউক্রেন তাদের পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষীদের ওপর গণহত্যা চালাচ্ছে।

এ আদেশের পক্ষে আদালতের ১৩ জন বিচারক ভোট দিয়েছেন। দুটি ভোট পড়েছে বিপক্ষে। চীন ও রাশিয়ার বিচারকরা আদেশের বিপক্ষে ভোট দেন।

আদেশে বলা হয়, ‘রাশিয়ান ফেডারেশনকে অবিলম্বে সামরিক অভিযান বাতিল করতে হবে, যা তারা ২৪ ফেব্রুয়ারি ২০২২ সালে ইউক্রেনের সীমানার ভেতরে শুরু করেছিল।’

আইসিজের প্রধান বিচারক জোয়ান ডনঘ জানান, আদালত আগ্রাসন চালানোর পক্ষে দেখানো যুক্তির প্রমান পায়নি।

বিচারক বলেন, আদালত মনে করে যে, রাশিয়ান ফেডারেশনের সামরিক অভিযানের শিকার না হওয়ার অধিকার ইউক্রেনের রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *