ইউক্রেনে আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনে আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনের দিনিপ্রো শহরে দুইটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এখন পর্যন্ত পাঁচজন আহত হয়েছে। আজ শনিবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিসিসির একটি টিম এই হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, শুক্রবার সন্ধ্যায় এ হামলায় একটি বড় আবাসিক টাওয়ার ব্লকের উপরের তলা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসেসের (এসবিইউ) একটি ভবনও হামলার শিকার হয়েছে। জেলেনস্কি এ হামলায় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য রাশিয়ান ক্ষেপণাস্ত্রকে দায়ী করেছেন।

টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়া উড়তে ও আগুন দেখা গেছে। জেলেনস্কি বলেছেন, তিনি এসবিইউ, স্বরাষ্ট্রমন্ত্রী, জরুরি পরিষেবা এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন।

আঞ্চলিক গভর্নর সেরহি লিসাক বলেছেন, হামলায় আহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে, যাদের বয়স ১৪ এবং ১৭ বছর। তাদের বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এতে কোনো নিহতের ঘটনা ঘটেনি।

এর আগে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে দুইটি ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেন চালিয়েছে বলে দাবি মস্কোর। মস্কো জানায়, তারা ইউক্রেনের এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ১৫ জন আহত হয়েছে।

এরপরেই ইউক্রেনের ওপর এ হামলার ঘটনা ঘটল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *