২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

ইউক্রেনে হামলায় নিহত বেড়ে ৪০, জাতিসংঘের নিন্দা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনের নিপ্রো নগরীতে আবাসিক ভবনে রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা সোমবার বেড়ে ৪০ হয়েছে। এদিকে আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেসের মহাসচিব স্টেফানি ট্রিম্বলে সোমবার এক বিবৃতিতে নিপ্রোতে বেসামরিক লোকজনের এ প্রাণহানির ঘটনায় নিন্দা জানান।

নিপ্রো নগরীর এক কর্মকর্তা বলেছেন, রুশ বাহিনীর শনিবারের হামলায় এ পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হওয়া ছাড়াও ৩০ জন নিখোঁজ রয়েছেন।

হামলায় ১৪ শিশুসহ ৭৫ জন আহত হয়েছেন। ইউক্রেনজুড়ে বিভিন্ন নগরীতে গত তিন মাস ধরে রাশিয়ার অভিযানে সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি।

রাশিয়া শনিবার ইউক্রেনজুড়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে নিপ্রোতে গুঁড়িয়ে যাওয়া ৯ তলা আবাসিক ভবনের বাসিন্দারা নিখোঁজ হন। যাদের জীবিত উদ্ধারের আশা ‘খুবই কম’ বলে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নগরীতে উদ্ধার অভিযান চলবে, যতক্ষণ পর্যন্ত জীবন রক্ষার সামান্য সুযোগও থাকবে ততক্ষণ।

টিভিতে এক ভাষণে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে ছয় শিশুসহ ডজনখানেক মানুষকে উদ্ধার করা হয়েছে। আমরা প্রতিটি মানুষের জন্য লড়ে যাচ্ছি। নতুন বছরের শুরুর আগের দিন থেকেই ইউক্রেনে জোর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া।

বর্তমানে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হলেও মাঝেমধ্যেই বেসামরিক নাগরিকদের বাসভবনে গিয়েও আঘাত হানছে রুশ ক্ষেপণাস্ত্র।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com