১০ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১১ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে দেশটি ছেড়ে অন্য দেশগুলোতে আশ্রয় নিয়েছেন ২৫ লাখের বেশি মানুষ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ইউক্রেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া শরণার্থীর সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে।
তিনি জানান, ইউক্রেনের ভেতরে আরও ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলাও শুরু করে রুশ বাহিনী।
যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন ২০ লাখের বেশি মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
সূত্র জানায়, রুশ সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রাশিয়ার সেনা বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।