২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শরণার্থীদের সবচেয়ে বড় ঢেউ বয়ে দিয়েছে। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
জার্মানিতে ইউএনএইচসিআর প্রতিনিধি ক্যাথারিনা লুম্প বলেন, ‘৭.৯ মিলিয়নেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে এবং আরও ৫.৯ মিলিয়ন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
তিনি আরও বলেন, ‘দেশটির মোট জনসংখ্যা ৪১ মিলিয়ন, যার মধ্যে প্রায় ১৪ মিলিয়ন মানুষ শরণার্থী। যা দেশটির মোট জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি প্রতিনিধিত্ব করে।’