ইকরা ও এটুআই’র উদ্যোগকে আরও বাস্তবমুখী করতে হবে

ইকরা ও এটুআই’র উদ্যোগকে আরও বাস্তবমুখী করতে হবে

একটা আশার বাণি ছড়িয়ে পড়েছিল সবখানে। একসে টু ইনফরমেশন ও ইকরা বাংলাদেশের মধ্যে দক্ষতা উন্নয়নমূলক একটি চুক্তি সই হয়েছে। বেশকিছু কাজও ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে বলে গণমাধ্যমে দেখতে পেয়েছি। কিন্তু দক্ষতা উন্নয়নের এ কাজের বাস্তবমুখী কতটুকু কী হয়েছে তা জানতে পারছি না। আমার মনে হয়, সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বিষয়ে কাজে লাগােেনা উচিত। এ বিষয়ে বেশি বেশি সেমিনারের উদ্যোগও নেয়া উচিত। কারণ এখনো মাদরাসায় পড়–য়া বা মাদরাসার শিক্ষকগণ দক্ষতা বিষয়টিই ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে।

আবুল হোসাইন
যাত্রাবাড়ি, ঢাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *