ইকরা বাংলাদেশ স্কুল বনশ্রী শাখার দ্বিতীয় ভবনের কনস্ট্রাকশনের উদ্বোধন করলেন মাওলানা আফফান মানসুরপুরী

ইকরা বাংলাদেশ স্কুল বনশ্রী শাখার দ্বিতীয় ভবনের কনস্ট্রাকশনের উদ্বোধন করলেন মাওলানা আফফান মানসুরপুরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকার বনশ্রীতে অবস্থিত ইকরা বাংলাদেশ স্কুল বনশ্রী শাখার দ্বিতীয় ভবনের কনস্ট্রাকশনের উদ্বোধন করে দুআ পরিচালনা করেছেন ভারতের প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘আমরুহা মাদরাসার’ সদরুল মুদাররিসীন, আওলাদে রাসূল মাওলানা কারী আফফান মনসুরপুরী।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় কনস্ট্রাকশনের উদ্বোধন করে ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমেও অংশগ্রহণ করেন তিনি।

স্কুলগুলোতে যুগোপযোগী জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনি ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে মাওলানা আফফান মানসুরপুরী বলেন, ‘সাধারণত আজকাল স্কুলে পড়ালেখার করলে বাচ্চারা শৈশব-কৈশোর থেকে ধর্মীয় শিক্ষা না পেয়ে এবং প্রতিষ্ঠানে ইমলামী নৈতিকতা চর্চার পরিবেশ না থাকার কারণে বড় হয়ে নানা ধরণের অনৈতিক কাজে জড়িয়ে পড়ে এবং নিজ ধর্মের বিধান পালনে অবহেলা শুরু করে।

কিন্তু ইকরা বাংলাদেশের মতো ধর্মীয় স্কুলে পড়ালেখা করলে আমার-আপনার সন্তান-সন্ততি সুন্দর ইসলামীক জীবন ও পরিপূর্ণ নৈতিকতার সবক পেয়ে বড় হবে। কারণ এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বাচ্চারা সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামের মৌলিক বিষয়াবলীর শিক্ষাও পেয়ে থাকে।’

তিনি বলেন, ‘যে কোনো সাধারণ স্কুলে পড়ালেখার করলে আপনার সন্তান শিক্ষিত হবে। বড় ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে। কিন্তু সে পবিত্র কুরআন শরীফ সহীহ-শুদ্ধ ভাবে পড়তে পারবে না। ডাক্তার-ইঞ্জিনিয়ার হলেও একজন মুসলিম হিসেবে এটা অবশ্যই লজ্জার। তাই ধর্মের মৌলিক জ্ঞান অর্জনের জন্য সন্তানদেরকে ইকরা বাংলাদেশের মতো ধর্মীয় কোনো স্কুলে ভর্তি করা অভিভাবকের জন্য জরুরী।’

ফিদায়ে মিল্লাত হযরত সায়্যিদ আসআদ মাদানী (রহ.)-এর স্মৃতিচারণ করে আল্লামা আফফান মানসুরপুরী বলেন, ‘হযরত আসআদ মাদানী (রহ.) তাঁর সময়ে মাদরাসা প্রতিষ্ঠার পাশাপাশি দ্বীনি স্কুল প্রতিষ্ঠায় গুরুত্ব দিতেন। তাঁর প্রচেষ্ঠায় সেই সময় ইউরোপ-আমেরিকা এবং উপমহাদেশে প্রচুর ইসলামিক স্কুল প্রতিষ্ঠিত হয়। ইকরা বাংলাদেশ স্কুল সেই ধারারই একটি স্কুল; বাংলাদেশ যার প্রতিষ্ঠা করেছেন শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ (দা.বা.)।’

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম বনশ্রী মাদরাসা মুহতামিম মাওলানা ইয়ইয়া মাহমুদ, খলিফায়ে ফিদায়ে মিল্লাত মুফতি রশিদ আহমদ, ইকরা বাংলাদেশ স্কুল প্রধান শাখার প্রিন্সিপাল ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি মাওলানা সদরুদ্দিন মাকনুন, জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ আমান কাসেমী, ইকরা বাংলাদেশ স্কুল বনশ্রী শাখার ডিরেক্টর অপারেশন জনাব জিল্লুর রহমান ও জনাব যোবায়ের রহমান লাবু-সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *