ইতালিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২১

ইতালিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ইতালির ভেনিস শহরের কাছে একটি ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস ছিটকে নিচে পড়ে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। এরপর বাসটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কজনক। নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং চালক ইতালির নাগরিক।

মঙ্গলবার (৩ অক্টোবর) ইতালির মেস্ত্রে জেলার ফ্লাইওভারের সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায় যাত্রীবাহী বাসটি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বাসটি মিথেন গ্যাসে চলছিল, বিদ্যুতের লাইনে পড়লে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনাটি প্রাথমিক কারণ এখনও জানা যায়নি। এ নিয়ে তদন্ত করছে প্রশাসন।

এ ঘটনাকে ট্র্যাজেডি হিসেবে অ্যাখ্যা দিয়েছেন ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।

মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *