ইতিহাস গড়ে গঙ্গার তলদেশ পাড়ি দিলো মেট্রো

ইতিহাস গড়ে গঙ্গার তলদেশ পাড়ি দিলো মেট্রো

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইতিহাসের নতুন এক অধ্যায় রচনা করলো পশ্চিমবঙ্গে কলকাতার পাতাল বা মেট্রোরেল। গঙ্গা নদীর তলদেশ দিয়ে প্রথমবারের মত নদীর অপর প্রান্তে পৌঁছাল মেট্রোরেল।

বুধবার দুপুরে মেট্রোরেল প্রথমবারের মতো কলকাতার ধর্মতলা থেকে থেকে গঙ্গা নদীর তলদেশ দিয়ে তৈরি সুড়ঙ্গপথে নদীর অপর প্রান্তের হাওড়া ময়দান স্টেশনে পৌঁছায়।

বাংলার মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতা আর হাওড়ার গঙ্গা নদীর তলদেশ দিয়ে মেট্রোতে চলাচল শুরু হতে যাচ্ছে।

এ সময় মেট্রোরেলের মহাব্যবস্থাপক পি উদয়শঙ্কর বলেন, ‘আজ সত্যিই কলকাতার এক গর্বের দিন। গঙ্গা নদীর তল থেকে মেট্রোরেল চলার দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবায়িত হলো। তাই আজ আমাদের কাছে এই দিন একটি ঐতিহাসিক দিন হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই পেল।’

আগামী সাত মাস এভাবে ট্রায়াল চলবে। এটা ট্রায়াল রানের প্রস্তুতিপর্ব বলে জানান তিনি।

কলকাতা মেট্রোরেল সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই গঙ্গার তল দিয়ে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো।

কলকাতায় প্রথম পাতাল রেল চালু হয় ১৯৮৪ সালের ২৪ অক্টোবর। ধর্মতলা বা এসপ্লানেড থেকে ভবানীপুর বা আজকের নেতাজি ভবন স্টেশন পর্যন্ত চালু হয়েছিল সেই রেল। এরপর প্রায় ৩৯ বছর পর সেই মেট্রো গেল কলকাতা থেকে গঙ্গার ওপারের হাওড়া ময়দান স্টেশনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *