আন্তর্জাতিক ডেস্ক ● ইথিওপিয়ায় আবর্জনার স্তূপ ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫। বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো রাজধানী আদ্দিস আবাবায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি বিভাগের কর্মীরা।
শনিবার রাতে আবর্জনার স্তূপে ওই ধসের ঘটনায় এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ধসের সময় ওই এলাকায় প্রায় দেড়শ মানুষ ছিলেন। আবর্জনার স্তূপ ধসে পড়ার কারণে বেশ কিছু অস্থায়ী ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রেপ্পি ডাম্প নামের ওই আবর্জনার স্তূপটি বহু বছর ধরে ময়লার ভাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে আবর্জনা জমতে জমতে পাহাড়ের মত স্তুপে পরিণত হয়েছে। ধসের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ধংসস্তূপ থেকে আরো দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৭৫ জনই নারী। এছাড়া আরো বেশ কয়েকজন শিশুও ওই দুর্ঘটনায় নিহত হয়েছে।