১৭ই মে, ২০২২ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলিমদের জন্য ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডমস। আমেরিকান-তুর্কি কোম্পানির যৌথ পৃষ্ঠপোষকতায় তা আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) টুইট বার্তায় ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি প্রকাশ করে সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান সিটি মেয়র।
টুইট বার্তায় এরিক অ্যাডমস জানান, ‘সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকের সন্ধ্যায় অনুষ্ঠিত ইফতার আয়োজনে আসায় আমাদের শহরের মুসলিম জনগোষ্ঠীর প্রতি কৃতজ্ঞতা।’
দেশটির মুসলিমদের জন্য শুভ কামনা জানিয়ে তিনি বলেন, ‘আমি দেশের সব আমেরিকান মুসলিমদের জন্য সুন্দর ইফতারের প্রত্যাশা করি। তাদের সবার ভবিষ্যত উজ্জ্বল ও আলোকিত হোক। ’
নিউ ইয়র্ক সিটির বিখ্যাত ব্রুকলিন বরো হলে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে প্রায় ২০০ ব্যক্তি অংশগ্রহণ করেন।
এর আগের পবিত্র রমজান মাসের প্রথম দিন (২ এপ্রিল) প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ইফতার বিতরণ ও তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাতে হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারাবির নামাজ ও ইফতারের ভিডিও ভাইরাল হয়।