২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

ইমরানকে সম্মেলনে আমন্ত্রণ জানালেন শেহবাজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৭ ফেব্রুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠেয় সর্বদলীয় সম্মেলনে (এপিসি) আমন্ত্রণ জানিয়েছেন শেহবাজ শরিফ।

জিও টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানকে গুরুতর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে উদ্ধারের ব্যাপারে সমাধান খোঁজার লক্ষ্যে সর্বদলীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক বিবৃতিতে বলেছেন, জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলার উপায় বের করতে দেশের সব রাজনৈতিক দলের প্রধানকে এক টেবিলে নিয়ে বসতে চান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

তিনি আরো বলেছেন, পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী আয়াজ সাদিক। সংসদের সাবেক স্পিকার আসাদ কায়সার এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাকের সঙ্গেও তিনি যোগাযোগ করছেন। সবাইকে এপিসি বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছেন তিনি।

  • সূত্র : এনডিটিভি, এআরওয়াই নিউজ

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com