ইমরান খানকে হটাতে জমিয়তসহ বিরোধী দলগুলো ফের ঐক্যবদ্ধ

ইমরান খানকে হটাতে জমিয়তসহ বিরোধী দলগুলো ফের ঐক্যবদ্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে বিরোধী দলগুলো ফের ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেছেন, এখন সরকারের শেষ মাস চলছে-সমস্ত বিরোধী দলগুলো সরকারকে হটাতে এবং নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। মাইনাস ইন ফর্মুলা অগ্রহণযোগ্য বলেও দাবি করেছেন তিনি।

শনিবার (১৪ ডিসেম্বর) মুলতানে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে মাওলানা ফজলুর রহমান এ কথা বলেন। খবর ডেইলি জং-এর।

মাওলানা ফজলুর রহমানের দাবি, ইমরান খানের অবৈধ সরকার রাজনৈতিক আর্থসামাজিক ও পররাষ্ট্র নীতিসহ অন্যান্য বিষয়েও পুরোপুরি ব্যর্থ হয়েছে।

সূত্র : ডেইলি জং

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *