পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরাকের বাগদাদের একটি বাজারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
পবিত্র ঈদুল আজহা ঘিরে লোকজন যখন খাবারসহ প্রয়োজনীয় কেনাকাটায় ব্যস্ত ঠিক সে সময় সোমবার (২০ জুলাই) হামলার এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশপাশে নিহতদের মরদেহ পড়ে থাকার খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
পুলিশ জানিয়েছে, বাগদাদের সদর সিটির ওয়াহালিয়াত মার্কেটে আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।
এদিকে নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।