ইরাকে মার্কিন সেনাবাহিনীর গাড়িবহরে হামলা

ইরাকে মার্কিন সেনাবাহিনীর গাড়িবহরে হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরাকে মার্কিন সেনাবাহিনীর একটি গাড়িবহরে হামলা হয়েছে। ইরাকের পশ্চিমের আল আনবার প্রদেশে গত শুক্রবার এ হামলা হয়েছে।

তবে এখন পর্যন্ত নতুন এ হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি। ইরাকে অবস্থিত মার্কিন সামরিকঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে।

ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সে দেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সে দেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।

এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকিও এর আগে ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। ইরাকে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *