২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ইরানের শীর্ষ ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানিকে (৭৫) গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলের মাজানদারান প্রদেশের বাবুলসার শহরের একটি ব্যাংকে এ ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানি বুধবার সকালে সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।’

এ বিষয়ে মাজানদারান প্রদেশের গভর্নর বলেন, হামলাকারী ব্যাংকের একজন নিরাপত্তা প্রহরী। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

আয়াতুল্লাহ সোলেইমানি ছিলেন অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য। যারা ইরানের সুপ্রিম নেতাকে নিয়োগ দিয়ে থাকেন। এ কমিটি সুপ্রিম নেতার কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকে এবং তাকে ধর্মীয় বিধান অনুযায়ী অযোগ্য ঘোষণা করে থাকে। এর সদস্য সংখ্যা ৮৮ জন।

এর আগে তিনি বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৭ বছর দায়িত্ব পালনের পর ২০১৯ সালে তিনি অবসরে যান।

বিবিসির ফারসি বিভাগের পারহাম ঘোবাদি বলেন, সোলেইমানি কট্টরপন্থী ছিলেন। কর্মক্ষেত্রসহ ইসলামিক প্রজাতন্ত্রের সবজায়গায় লিঙ্গ বিভাজনমূলক বক্তব্য দিতেন।

তিনি আরও বলেন, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বাবুলসার ব্যাংক বেলিতে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন। এ সময়ই তার ওপর হামলা হয়।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com