১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে আজারবাইজান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানে অবস্থিত আজারবাইজানের দূতাবাসে হামলাকে কেন্দ্র করে তেহরান ও বাকুর সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। এর অংশ হিসেবে দূতাবাসের সব স্টাফ ও তাদের পরিবারকে সরিয়ে নিচ্ছে আজারবাইজান। তবে দূতাবাস খালি করার পর এটি আর কার্যকর থাকবে কিনা— সে সম্পর্কে বিস্তারিত জানায়নি বাকু। গত শুক্রবারের ওই হামলায় দূতাবাসের নিরাপত্তা প্রধান নিহত এবং আরও দুজন আহত হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার বলেছে, তেহরানে অবস্থিত দূতাবাস থেকে স্টাফ ও তাদের পরিবারের লোকজনকে সরিয়ে নেওয়া হবে। দুদিন আগের ওই হামলাকে এর আগে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছে বাকু।

তেহরান পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। ইরানি কর্তৃপক্ষ ওই হামলার নিন্দা জানিয়েছে। তেহরান আরও বলেছে, হামলাকারী ব্যক্তিগতভাবে ওই হামলা চালিয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই।

রয়টার্স বলছে, জাতিগত সংখ্যালঘু আজারিদের প্রতি ইরানের আচরণ নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে আগে থেকেই উত্তেজনা চলছে। এর মধ্যেই চলতি মাসে ইসরায়েলে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাকু। এমন প্রেক্ষাপটে শুক্রবারের ওই হামলার ঘটনা ঘটে।

ওই হামলার পর আজারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে হামলার ঘটনায় ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তেহরান দূতাবাস থেকে সকল স্টাফ ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। তবে আজারবাইজানের ওই দূতাবাস থেকে কার্যক্রম পরিচালনা করা হবে কি না- সে বিষয়ে বিস্তারিত বলা হয়নি।

এর আগে বাকুর পক্ষ থেকে অভিযোগ করা হয়, দূতাবাসের নিরাপত্তা বাড়াতে তাদের আহ্বানে তেহরান সাড়া না দেওয়ার ফলে এই হামলার ঘটনা ঘটেছে। তবে ইরানি টেলিভিশনে হামলাকারী বলেছে, আজারি দূতাবাসে তার স্ত্রীকে আটকে রাখা হয়েছে এবং তাকে মুক্ত করতেই এই পথ বেছে নিয়েছে সে। তার মেয়ে পরিচয় দেওয়া আরেক তরুণী বলেছেন, তা মা আজারবাইজানে রয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গুরুত্ব দিয়ে হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে হামলায় নিহতের পরিবার এবং আজারবাইজানের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com