ইরান উদ্বোধন করল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ‌‌‍‍‍‌‌‌‍‍‌‌‌‘জেনারেল সোলাইমানি’

ইরান উদ্বোধন করল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ‌‌‍‍‍‌‌‌‍‍‌‌‌‘জেনারেল সোলাইমানি’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আমেরিকার বিভিন্ন নিষেধাজ্ঞা থাকলেও ইরান একের পর এক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র বানিয়ে চলেছে। এবার আল-কুদস ফোর্সের সাবেক প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের নামে দুটি ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষ্যে নতুন বিভিন্ন অস্ত্র উদ্বোধন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ছবি সম্প্রচার করা হয়েছে। খবর ইরনার।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, ভূমি থেকে ভূমিতে হামলায় সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি এক হাজার ৪০০ কিলোমিটার পাল্লার।

নাম দেয়া হয়েছে শহীদ কাসেম সোলাইমানি। আর ক্রুজ ক্ষেপণাস্ত্রটির নাম রাখা হয়েছে শহীদ আবু মাহদি। এটির পাল্লা এক হাজার কিলোমিটার।

দু’টি ক্ষেপণাস্ত্রই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরতে মরিয়া যুক্তরাষ্ট্র। কিন্তু এসবের মধ্যেও থেমে নেই ইসলামি প্রজাতন্ত্রটি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *