২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাশকতা মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এদিন মামলাটির ধার্য তারিখ ছিল। কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২০২০ সালের নাশকতার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করে পুলিশ।