২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নতুন বছর-২০২৩ এর এক সপ্তাহ পার না হতেই ইসরাইলি পুলিশের গুলিতে নিহত হয়েছে ৪ ফিলিস্তিনি তরুণ। সবশেষ আমের আবু জাইতুন নামের নেবলুস শহরের এক ১৬ বছরের শিশুর প্রাণ গেছে। খবর মিডল ইস্ট আইয়ের।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার সকালে পশ্চিম তীরে ইসরাইলে পুলিশের গুলিতে ওই তরুণের প্রাণ গেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমের আবু জাইতুন ইসরাইলি সেনার গুলিতে নিহত হয়েছেন।’
জাইতুনের আগে আদম ইসাম আইয়াম নামের এক ১৫ বছরের শিশুকে বুকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী।
এর আগে গত ২রা জানুয়ারি মোহাম্মেদ সামার খোশিয়াহ এবং ফুয়াদ মোহাম্মেদ আবেদ নামের দুই তরুণ ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়।
গত বছর পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে ৪৮ শিশুসহ ২২০ ফিলিস্তিনির প্রাণ গেছে।