২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ইসরায়েলি বাহিনীর হাতে জানুয়ারি মাসে ফিলিস্তিনে নিহত হয়েছে ৩৫ জন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চলতি জানুয়ারি মাস পশ্চিম তীরে ৩৫ ফিলিস্তিনি শহীদ হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এই মাস সবচেয়ে বেশি শহীদের রক্তক্ষয়ী মাস।

ইহুদিবাদীরা তাদের আধিপত্যবাদী লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। বর্বর ইসরাইলি সেনারা হামলা চালিয়ে ফিলিস্তিনিদের নির্বিচারে শহীদ অথবা আহত করছে। বহু ফিলিস্তিনিকেও তারা বিনা কারণে ধরে নিয়ে কারাগারে পাঠাচ্ছে।

ফিলিস্তিনি টিভি নেটওয়ার্ক তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে জানুয়ারি মাসে ৮ শিশুসহ ৩৫ ফিলিস্তিনী শহীদ হয়েছে। পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনা এবং ইহুদি বসতি স্থাপনকারীদের গুলিতে নিহত ফিলিস্তিনীদের এই সংখ্যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলি সেনারা ওই এলাকার বেশিরভাগ ফিলিস্তিনিকে লক্ষ্যবস্তু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জেনিন শহরে ২০ জন ফিলিস্তিনী শহীদ হয়েছেন। সবচেয়ে বেশি শাহাদাতের রেকর্ড এই শহরেই ঘটেছে।

সত্তর বছরেরও বেশি সময় ধরে দখলদার ইহুদিবাদী সেনাদের বুটের তলায় পিষ্ট হচ্ছে ফিলিস্তিনি জনগণের অধিকার। এই সময়ের মধ্যে বর্ণবাদী ইসরাইলি ফিলিস্তিনিদের বিরুদ্ধে সবচেয়ে নৃশংস অপরাধ চালিয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com