ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ ৪১ ফিলিস্তিনি আহত

ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ ৪১ ফিলিস্তিনি আহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবারও ফিলিস্তিনের উপর আক্রমন চালালো ইসরায়েলি বাহিনী। এ হামলায় শিশুসহ ৪১ ফিলিস্তিনি আহত হওয়ার খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যমগুলো বলছে, শনিবার (২১ আগস্ট) গাজার শাসক দল হামাস আয়োজিত বিক্ষোভে শত শত ফিলিস্তিনি অংশগ্রহণ করেন। তারা ইসরায়েল কর্তৃক তাদের এলাকার কঠোর অবরোধের প্রতিবাদ জানাতে এই বিক্ষোভের আয়োজন করেছিলেন। বিক্ষোভ চলাকালীন ফিলিস্তিনিরা ইসরায়েল-গাজার মধ্যকার অতিসুরক্ষিত সীমান্ত বেড়ার দিকে অগ্রসর হলে ইসরায়েলি বাহিনী গুলিবর্ষণ করে।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শত শত ফিলিস্তিনি নাগরিক শনিবার (২১ আগস্ট) ইসরায়েল-গাজার মধ্যকার অতিসুরক্ষিত সীমান্ত বেড়ার কাছে জড়ো হন। এসময় তাদের অনেকে সীমান্ত বেড়ার ক্ষতি করার চেষ্টা করেন, আবার অনেকে ইসরায়েলি সেনাদের দিকে ‘বিস্ফোরক নিক্ষেপ’ করেন।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুও আহত হয়েছে। ইসরায়েলি সেনারা তাকে মাথায় গুলি করে। হালকা আহত হওয়া ফিলিস্তিনিদের অধিকাংশই পিঠ, পেটসহ শরীরের অন্যান্য অংশে গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে শনিবার (২১ আগস্ট) দিনের এই ঘটনার পর রাতে গাজা ভূখণ্ডের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলা চালানো স্থাপনাগুলো হামাদের অস্ত্রাগার এবং অস্ত্র তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হতো।

তবে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এই বিমান হামলায় এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *