ইসরায়েলি সেনার গুলিতে হামাস যোদ্ধা নিহত

ইসরায়েলি সেনার গুলিতে হামাস যোদ্ধা নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দখল করা পশ্চিম তীরে হেবরন শহরে রোববার (৩০ অক্টোবর) আবারও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্য। নিহত ফিলিস্তিনি একজন হামাস যোদ্ধা ছিলেন বলে দাবি করেছে ইসরায়েল। কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি পত্রিকা হারেৎজ এক প্রতিবেদনে জানানো হয়, নিহত ইসরায়েলির নাম রোনেন হানানিয়া (৪৯)। হেবরনের একটি তল্লাশি চৌকির কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে।

অন্যদিকে ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ফিলিস্তিনির নাম মোহাম্মাদ আল-জাবারি (৩৫)। গাজার শাসকগোষ্ঠী হামাস নিহত ব্যক্তিকে নিজেদের সদস্য বলে নিশ্চিত করেছে। তিনি হেবরনের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে তারা।

আগামী ১ নভেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন। যে তল্লাশি চৌকির কাছে ইসরায়েলিকে গুলি করা হয়, সেটির কাছেই কিরাত আরবা বসতি। সেখানে ডানপন্থী একদল ইসরায়েলি বসবাস করেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই এলাকায় আরও সন্দেহভাজনের খোঁজে তারা তল্লাশি চালাচ্ছেন। সংবাদ সংস্থা মাআন জানিয়েছে, এ ঘটনায় নিহত আল-জাবারির ভাইসহ অন্তত তিন ফিলিস্তিনিকে হেবরন থেকে গ্রেফতার করা হয়েছে।

চলতি বছরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানকে কেন্দ্র করে তাদের সঙ্গে ফিলিস্তিনের মধ্যে সংঘাত বেড়ে চলছে। গত মার্চ থেকে এ পর্যন্ত সেখানে কমপক্ষে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *