ইসরায়েলের কঠিন বাঁধার মুখেও আল আকসায় জুম্মা নামাজে হাজার মুসল্লির ঢল

ইসরায়েলের কঠিন বাঁধার মুখেও আল আকসায় জুম্মা নামাজে হাজার মুসল্লির ঢল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চতুর্মুখী প্রতিবন্ধকতা ও ইসরায়েলি বাহিনীর শত বাঁধা উপেক্ষা করে মসজিদে আল আকসাতে জুম্মার নামাজ আদায় করতে শুক্রবার (১৭ জানুয়ারি) সমবেত হয়েছিলেন হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি।

ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদন সূত্রে জানা যায়, মুসলমানদের প্রথম কিবলা খ্যাত আল আকসায় জুম্মা পড়তে এ সপ্তাহে অন্তত চল্লিশ হাজার মুসল্লির সমাগম ঘটে।

জেরুসালেম ইসলামি আওক্বফ কতৃপক্ষ জানায়, মসজিদ এবং মসজিদের আঙিনা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে, আল আকসার ফটকগুলোতে দখলদার সেনাবাহিনীর কঠোর তল্লাশি ও পুলিশের শত বাঁধা উপেক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা জুম্মা আদায় করতে আসেন।

এদিকে শুক্রবার ভোর থেকেই বিশেষ পূন্যময়ী এই মসজিদটিতে জুম্মা আদায়ের উদ্দেশ্যে যুবক বৃদ্ধ-সব শ্রেণীর মানুষ আল আকসা অভিমুখে আসতে শুরু করেন-এসময় সন্ত্রাসবাদী ইসরায়েলি পুলিশ অনেক মুসল্লিদের ওপর নৃশংস ও পাশবিক হামলা চালায় এবং তাড়িয়ে দেয়।

সূত্র : ওয়াফা নিউজ এজেন্সি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *