পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনি সমস্যার সমাধান না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। সম্প্রতি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই মন্তব্য করেছেন। খবর মিডল ইস্ট আই।
২০ জানুয়ারি, শুক্রবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ছোট ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে প্রিন্স ফয়সাল ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি নাকচ করে দিয়েছেন।
সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন মিডিয়া ব্লুমবার্গকে একটি সাক্ষাতকার দেন। তিনি বলেন, ‘সত্যিকারের স্বাভাবিকীকরণ এবং সত্যিকারের স্থিতিশীলতা কেবল ফিলিস্তিনিদের স্বপ্ন পূরণের মাধ্যমেই আসবে। ফিলিস্তিনিদের মর্যাদা দেওয়ার জন্য তাদের একটি রাষ্ট্র দেওয়া দরকার।’
এর আগে বৃহস্পতিবার জেরুজালেমে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সাথে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ড দখলের কারণে মার্কিন মিত্র ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বারবার অস্বীকার করেছে দেশটি। অবশ্য ২০২০ সালে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান।