পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর মঙ্গলবার (২৫ মে) মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তেল আবিব সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গবি আশকানাজির সঙ্গে কথা বলেছেন ব্লিনকেন। আশকানাজি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের এ অঞ্চল সফরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।
সফরকালে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তিনি সংঘাত নিরসন ও ইসরায়েল-ফিলিস্তিনের জন্য উন্নত ভবিষ্যত গড়ে তোলার ব্যাপারে একসঙ্গে কাজ করার বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এছাড়া তিনি পশ্চিমতীরের রামাল্লা এলাকা পরিদর্শন করবেন।