ইসলামভীতি রোধে প্রতিনিধি নিয়োগ দিল কানাডা

ইসলামভীতি রোধে প্রতিনিধি নিয়োগ দিল কানাডা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কানাডায় মুসলিমদের নিরাপত্তা ও ইসলামভীতি প্রতিরোধে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করবেন মানবাধিকার আইনজীবী আমিরা আল-গাওয়াবি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশটির ফেডারেল সরকারের পরামর্শক হিসেবে তাঁকে নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এক বিবৃতিতে ট্রুডো বলেছেন, ‘আমাদের দেশে বিশ্বাসের কারণে কারোরই ঘৃণা অনুভব করা উচিত নয়। তাই ইসলামভীতি মোকাবেলায় কানাডার প্রথম বিশেষ প্রতিনিধি হিসেবে আল-গাওয়াবিকে নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামভীতি ও সব ধরনের ঘৃণার বিরুদ্ধে আমাদের লড়াইয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। আমি তার সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছি। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে সবাই নিরাপদ ও সম্মানিত বোধ করে।’

কানাডার মুসলিমদের নিরাপত্তায় বিভিন্ন সরকারি নীতি ও আইন প্রণয়ণ এবং বিভিন্ন প্রোগ্রাম আয়োজনে সহায়তাসহ নানা ধরনের কাজে পরামর্শ দিয়ে সরকারকে সহযোগিতা করবেন আল-গাওয়াবি। এর আগে জুন মাসে ইসলামফোবিয়া বিষয়ক প্রতিনিধি নিয়োগ দিতে যাচ্ছে বলে জানিয়েছিল কানাডার ফেডারেল সরকার।

গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের কথা জানিয়ে আল-গাওয়াবি বলেছেন, ‘আমি কানাডার মুসলিমদের প্রতিনিধি হতে এবং সব ধরনের বৈষম্য ও ঘৃণার বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। এখানে মুসলিমদেরকে হুমকি হিসেবে দেখা হয়ে থাকে। আশা করি, কানাডার মুসলিম সম্প্রদায়ের সমৃদ্ধিসহ এই দেশের বৈচিত্র্যকে সবার সামনে তুলে ধরার সুযোগ পাব।’

আল-গাওয়াবিকে শুভেচ্ছা জানিয়ে দ্য ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)-এর সিইও স্টিফেন ব্রাউন বলেছেন, ‘এই প্রথম ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কানাডা সরকার একটি স্থায়ী উদ্যোগ নিয়েছে। এই সময়টি আমাদের জন্য সত্যিই অসাধারণ মুহূর্ত। এখন আমাদের কর্তব্য হলো, আমরা যেন পরিবর্তনের চেষ্টায় একে অপরকে সাহায্য করি।’

২০২০ সালের গবেষণা মতে, সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় সক্রিয় বিদ্বেষী গোষ্ঠীর সংখ্যা তিন গুণ বেড়েছে। অনলাইনে চরমপন্থীদের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ বিষয়গুলোর মধ্যে একটি হলো মুসলিম বিরোধী বক্তব্য দেওয়া। এরপর প্রধানমন্ত্রী ট্রুডো সরকারের উদ্যোগে ইসলামোফোবিয়া ও ইহুদি-বিদ্বেষ মোকাবেলায় সচেতনতা তৈরির জন্য সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সূত্র : সিবিসি ও আলজাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *