ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘিরে বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার

ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘিরে বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল, বর্তমান সংসদ ভেঙে দেওয়া এবং নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ কর্মসূচিকে ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার সকাল থেকে বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটসহ আশপাশের এলাকায় বিপুল পরিমাণ র্যাব ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটের পাশে সারি সারি রয়েছে র্যাবের গাড়ি৷ প্রস্তুত রয়েছেন র্যাব ও পুলিশ সদস্যরাও৷

অন্যদিকে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি ঘিরে সকাল থেকেই ওই এলাকায় জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার গোলাম রুহানি বলেন, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ সহিংসতার কোনো আশঙ্কা না থাকলেও সামনে যেহেতু নির্বাচন, সেহেতু সার্বিক নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। শুনেছি তারা স্মারকলিপি পেশ করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *