ইসলাম বিদ্বেষের অভিযোগ, ক্ষমা চাইতে নারাজ ‘বিটিএস’ নেতা

ইসলাম বিদ্বেষের অভিযোগ, ক্ষমা চাইতে নারাজ ‘বিটিএস’ নেতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’র জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে। একের পর এক গানে তারা অন্তর্জাল দুনিয়া বাজিমাত করেছে। এই দলের প্রধান কিম নামজুন, যিনি আরএম নামে পরিচিত। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে নেটিজেনরা। বলা হচ্ছে, তিনি ইসলাম বিদ্বেষী।

কিছু দিন আগে ‘ব্যাড রিলিজন’ ব্যান্ডের ‘ফ্রাঙ্ক ওশান’ গানটি শেয়ার করেন আরএম। যেই গানে ইসলাম বিদ্বেষ রয়েছে বলে শ্রোতাদের অনেকে মনে করেন। সেই গানটি যখন আরএম শেয়ার করেন, তখন অনুসারীদের অনেকেই ধরে নেন যে, ‘বিটিএস’ দলনেতাও বিদ্বেষী।

এরপর থেকেই নেটিজেনরা দাবি জানাচ্ছিল, আরএম যেন ক্ষমা চান। কিন্তু ‘বিটিএস’ নেতা স্পষ্টভাবে জানালেন, তিনি ক্ষমা চাইতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বিষয়টি টের পেয়ে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে বললেন, ‘আমি জানি, তোমরা কী নিয়ে কথা বলছো। তোমরা বলেই যাচ্ছো যে, আমি একটি ধর্মকে অপমান করেছি, কিন্তু না। এখানে কোনও ধর্মকে অপমান করার উদ্দেশ্য কিংবা চিন্তাও ছিল না আমার। আমি সব বিশ্বাস ও ধর্মকে সম্মান করি, এটুকুই বলতে পারি।’

ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়ে আরএম বলেন, ‘আমি জানি আমার ইনস্টাগ্রামে কী চলছে। আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমার মনে কোনও ধর্মকে অপমান করার বিন্দুমাত্র উদ্দেশ্য ছিল না, ওকে? এটা একটি গান মাত্র। আমি ক্ষমা চাচ্ছি না, আমি শুধু বিষয়টি পরিষ্কার করলাম।’

‘বিটিএস’ ভক্তদের উদ্দেশ্যে আরএমের বার্তা, ‘আমার একটি মন আছে। আমি ৩০ বছর বয়সী একজন মানুষ। নিজের সত্যটা আমি প্রকাশ করতে পারি। যেটা বলেছি, সেটাই; আমার কথা বিশ্বাস করো। শুধু অনুমান কিংবা ধারণা করো না। আমি আমার সত্যটা বলছি, কিন্তু আমি জানি প্রত্যেক মানুষকে মানিয়ে নেওয়া সম্ভব না আমার পক্ষে।’

প্রসঙ্গত, ‘বিটিএস’ বর্তমানে দলগত প্রজেক্ট থেকে বিরত রয়েছে। এই ফাঁকে দলটির সদস্যরা একক ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছে। এর মধ্যে ব্যান্ডটির কনিষ্ঠ সদস্য জাংকুক সবচেয়ে বেশি সাফল্য কুড়াচ্ছেন। আরএম-ও একটি একক অ্যালবামের কাজ গুছিয়ে নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *