ইসলাহী ইজতেমার পরামর্শসভা বৃহস্পতিবার

ইসলাহী ইজতেমার পরামর্শসভা বৃহস্পতিবার

পাথেয় রিপোর্ট ● বিশ্বের অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার আওলাদে রাসূল হযরত ফিদায়ে মিল্লাত আসআদ মাদানীর রহ.-এর শ্রেষ্ঠ খলিফা, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ আয়োজিত ঢাকা ইসলাহী ইজতেমার বিষয়ে পরামর্শসভা বৃহস্পতিবার ১১টায় জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

শাইখুল হাদিস মাওলানা আসআদ আল হোসাইনীর সভাপতিত্বে এ পরামর্শসভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জমিয়তুল উলামা ও মাদানি নিসবতের সঙ্গে সম্পর্কিত সবাইকে এ পরামর্শসভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছরই ঢাকায় জামিআ ইকরা বাংলাদেশ চত্বরে দিনব্যাপী ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারিতে কিশোরগঞ্জের তাড়াইলে আল্লামা মাসঊদের গ্রামে বড় আকারে ইসলাহী ইজতেমাকে কেন্দ্র করে ঢাকায় এ ইজতেমা অনুষ্ঠিত হয়। এবার ২১ ডিসেম্বর শুক্রবার শুরু হয়ে ২২ ডিসেম্বর শনিবার বিকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্ত হবে।

মাওলানা আসআদ আল হোসাইনী সবাইকে পরামর্শসভায় আমন্ত্রণ জানিয়ে বলেন, হযরতের মুহিব্বীনগণ আসুন পরামর্শসভায়। অনুষ্ঠানকে সুন্দর করার জন্য সবারই পরামর্শ প্রয়োজন।

বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, প্রতিবছরের মতো এবারও ইনশআল্লাহ ঢাকায়ও ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে। পরামর্শসভায় উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার অনুরোধ রইলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *