পাথেয় রিপোর্ট : মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে সভা বর্জন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। পরে আগারগাঁওয়ে নির্বাচন ভবন ত্যাগ করে তাঁরা জরুরি বৈঠক ডেকেছে । আজ সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
স্টিয়ারিং কমিটির বৈঠকে নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও করণীয় ঠিক করা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ জন নেতা নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে করতে যান। কিন্তু বৈঠক থেকে একপর্যায়ে ঐক্যফ্রন্ট নেতারা চলে আসেন। ঐক্যফ্রন্ট নেতারা অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনারের ‘আচরণ’ দেখে এবং তাদের অভিযোগ না শোনায় সভা ত্যাগ করেন।
মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানান। জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিইসি জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে অশোভন আচরণ করেছেন। তিনি বলেন, সরকার ও ইসি মিলে নির্বাচন বানচাল করতে চাইছে। এখন সিদ্ধান্ত জনগণের হাতে।