পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইয়েমেনে যুদ্ধজাহাজ থেকে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে।
ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলম বলেছে, সৌদি নেতৃত্বাধীন বাহিনী হাজ্জাহ প্রদেশের আল-জার এলাকায় বৃহস্পতিবার (০৭ মে) যে হামলা চালিয়েছে তাতে এক শিশুসহ চার জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া আরও একটি শিশু আহত হয়েছে।
সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ গত ২৩ এপ্রিল করোনাভাইরাস মোকাবেলা ও পবিত্র রমজান উপলক্ষে ইয়েমেনে এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করলেও বাস্তবে হামলা থামে নি। এর আগের বছরগুলোতেও পবিত্র রমজান মাসে হামলা অব্যাহত রেখেছিল সৌদি বাহিনী।
মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের সমর্থন ও সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে স্থল, সাগর ও আকাশপথে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। তাদের সরাসরি হামলায় এ পর্যন্ত ১৬ হাজারের বেশি ইয়েমেনি নিহত ও বহু মানুষ আহত হয়েছে।
এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন আরও লাখ লাখ ইয়েমেনি। এছাড়া হামলার পরোক্ষ প্রভাবে এ পর্যন্ত অসংখ্য মানুষ হতাহত হয়েছেন।
সূত্র : পার্সটুডে