৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

ঈদের ছুটিতেও চলবে মেট্রোরেল, জেনে নিন সময়সূচি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বরাবরের মতো এবারও রাজধানী ঢাকা অনেকটা ফাঁকা হয়ে যাবে। তবে ছুটির সময়ে বন্ধ হবে না মেট্রোরেলের চলাচল। প্রতিদিনের মতো সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। তবে ঈদের দিন মেট্রোরেল চলবে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও—এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। তবে শুধু ঈদুল ফিতরের দিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

এ ছাড়া ২২ এপ্রিল ঈদ হওয়া সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতরের পরদিন থেকে আবারও সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ে ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন (মঙ্গলবার) মেট্রোরেল চলবে না।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com